নিয়মাবলি :


১. প্রথমত ‘লিন্নাস’ ও ‘ক্লাসিক ’৭ কাঠার পুণার্ঙ্গ জমিটি ৩৬টি শেয়ারে বিক্রয় করবে।
২. শেয়ার মূল্যের অর্ধেক টাকা পরিশোধ করে বুকিং দেয়া যাবে এবং নির্ধারিত বাকী টাকা- ২ মাসের মধ্যে পরিশোধ করে মালিকগন জমিটি নিজ নিজ নামে রেজিষ্ট্রি করে নেবেন।
৩. ভবনটি নির্মাণের সব দায়িত্ব পালন করবে ‘লিন্নাস’ ও ‘ক্লাসিক’ । তবে জমির মালিকগন ফ্ল্যাট এর নির্মাণ খরচের ৫% টাকা সার্ভিস চার্জ হিসেবে প্রদান করবেন।
৪. বৈঠকে মালিকগণ যে সিদ্ধান্ত গ্রহণ করেন, সে আলোকেই রড, সিমেন্টসহ অন্যান্য নির্মাণ সামগ্রির ব্র্যান্ড নির্ধারণ করা হবে।
৫. নির্মাণকারী প্রতিষ্ঠানকে মালিকগন যথাসময়ে নির্ধারিত শিডিউল অনুযায়ী কিস্তির টাকা প্রদান করবেন। উক্ত টাকা কোথায় খরচ হয়েছে তার হিসাব ‘লিন্নাস’ ও ‘ক্লাসিক’ এর প্রতিনিধি মালিকদের সাধারণ বৈঠকে পেশ করবেন।
৬. সকল মালিকগণ প্রতি ৩ মাসে ১ বার বৈঠকে মিলিত হবেন এবং যাবতীয় কার্যক্রম তদারকি, হিসাব তদারকি ও নির্মাণকারী প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করবেন।
৭. জমি রেজিষ্ট্রি নেয়ার পর পর সকল মালিককগন ৫০ হাজার টাকা করে জমা দেবেন। এ অর্থ দিয়ে আর্কিটেকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, ও ফায়ার ফিটিংসহ বিল্ডিং এর যাবতীয় ইঞ্জিনিয়ারিং নকশার কাজ সম্পন্ন করা হবে এবং রাজউক থেকে নকশার অনুমোদন করা হবে।
৮. রাজউক থেকে নকশা অনুমোদনের পর সকল মালিকগন ২ লাখ টাকা করে জমা দেবেন। যা দিয়ে পাইলিং ও বেজ এর কাজ করা হবে।
৯. মালিকগন প্রতিমাসে ৩৫ হাজার টাকা করে ৩০টি মাসিক কিস্তি কোম্পানীর একাউণ্টে জমা দেবেন। কেউ চাইলে একাধিক কিস্তি কিংবা সম্পূর্ণ টাকা অগ্রিম প্রদান করতে পারবেন। প্রতি মাসে জমাকৃত টাকার আলোকে ভবনের নির্মাণ কাজ চলতে থাকবে।
১০. জমির মালিক হিসাবে মালিকগনকে আর ফ্ল্যাটের জন্য আলাদা রেজিষ্ট্রেশন নিতে হবে না। তবে সকল মালিকগন একত্রে একটি আপোষ বণ্টননামা রেজিষ্ট্রি করে নিজ নিজ ফ্ল্যাটের পজিশন স্থায়ীভাবে বুঝিয়ে নিবেন।

Our Recent Projects

এক টুকরো জমি, আর ছোট একটা মাথা গোঁজার ঠাই প্রতিটি মানুষের এটা শুধু স্বপ্ন নয়, মৌলিক চাহিদা। মানুষ বাড়ছে, সেই সাথে প্রতিদিনই বাড়ছে আবাসন সংকট। মাথা গোঁজার ঠাই খুজতে মানুষ আজ দিশেহারা।


More

Copyright © 2024. Linnas Group. All rights reserved.
Developed by Linnas IT Solution